ড্রাইভিং লাইসেন্স কি আমি অনলাইনে যাচাই করতে পারব?

May 26, 2021

ড্রাইভিং লাইসেন্স কি আমি অনলাইনে যাচাই করতে পারব?

ড্রাইভিং লাইসেন্স অনলাইনে যাচাই করা যায় না। তবে এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স তথ্য যাচাই করতে পারবেন। ?

এক্ষেত্রে মোবাইলের ম্যাসেজ অপশনে টাইপ করতে হবেঃ

DL<space>V<space>Driving Licence Number

ম্যাসেজটি লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে।

উদাহরণঃ DL V DK0066788CL0001 লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। ফিরতি এসএমএসে লাইসেন্স সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন।

আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিংগার প্রিন্ট দিয়েছি। আমার লাইসেন্স কার্ড এর বর্তমান অবস্থা কিভাবে জানব?

“আপনার ড্রাইভিং লাইসেন্স এর কার্ড প্রিন্ট ও সরবরাহের বর্তমান অবস্থান জানতে “DL<স্পেস>ড্রাইভিং লাইসেন্স এর রেফারেন্স নম্বর ” লিখে মেসেজ সেন্ড করুন 26969 নম্বরে।

গুরুত্বপূর্ণ নির্দেশিকা:

১। মোবাইলে টাকা থাকতে হবে বানডেল এসএমএস থাকলে চলবে না

২।। রেফারেন্স নম্বর এ যদি কোনো ডেশ (“-”) থাকে বা স্পেস থাকে তাহলে SMS লিখার করার সময় তা বাদ দিতে হবে। স্ল্যাশ (“/”) থাকলে দিতে হবে।

৩। যদি আপনি নবায়ন/সংশোধন/সংযোজন এর জন্য আবেদন করে থাকেন আর আপনার ফিরতি মেসেজে পূর্বের ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স এর তথ্য যেমন: QC Date/ Delivered/ Dispatched ইত্যাদি প্রদর্শন করে তবে বুঝতে হবে এখনো সার্কেল অফিস থেকে আপনার আবেদনটির নবায়ন/সংশোধন/সংযোজন এর কার্যক্রম সম্পন্ন করা হয়নি। এমতাবস্থায় সার্কেল অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

আমার ড্রাইভিং লাইসেন্স সংগ্রহের জন্য মোবাইলে এসএমএস এসেছে। কিন্তু আমি ফিংগারপ্রিন্ট দেয়ার পর যে স্লিপ দেয়া হয়েছিল সেটা হারিয়ে ফেলেছি। আমি কি লাইসেন্স সংগ্রহ করতে পারব?

না, আপনাকে জিডি করে ট্রাফিক ক্লিয়ারেন্স নিয়ে মূল লাইসেন্স সংগ্রহ করতে হবে।

আমার ড্রাইভিং লাইসেন্স সংগ্রহের জন্য মোবাইলে এসএমএস এসেছে। ব্যস্ততার কারণে আমি নিজে গিয়ে লাইসেন্স সংগ্রহ করতে পারব না। আমার পক্ষে অন্য কেউ লাইসেন্স সংগ্রহ করতে পারবে?

আপনার পক্ষে অন্য কেউ লাইসেন্স সংগ্রহ করলে লাইসেন্সিং অথরিটি বরাবর সংগ্রহকারীর নমুনা স্বাক্ষরসহ লেটার অব অথরাইজেশন দিতে হবে।

আমি মোটরসাইকেল ও হালকাযান লাইসেন্সের জন্য আবেদন করেছিলাম। আমার ড্রাইভিং লাইসেন্স নাম্বার JS0454408CL001 এটা দিয়ে আমি কি করে বুঝব যে আমাকে কোন ধরনের মোটর‍যান চালানোর অনুমতি দেয়া আছে?

আপনার লাইসেন্স নাম্বারের মধ্যে দুইটি লেটার রয়েছে “CL”. C দ্বারা মোটর Cycle এবং L দ্বারা Light বোঝায়। অর্থাৎ আপনার লাইসেন্স দ্বারা আপনি মোটরসাইকেল ও হালকাযান চালাতে পারবেন।

অনুরূপঃ M দ্বারা (Medium) মাঝারিযান H দ্বারা (Heavy) ভারীযান

T দ্বারা (Three Wheeler) তিন চাকার যান

X দ্বারা অন্যান্য যান নির্দেশ করে।